স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের প্রশংসা ডব্লিউএইচও প্রধানের

Looks like you've blocked notifications!
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে করেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস। ছবি : ফোকাস বাংলা

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আধানম গেব্রিয়াসিস। সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

বৈঠকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডব্লিউএইচওর মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, এতে মানুষের গড় আয়ু বেড়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন—বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।’