কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন

Looks like you've blocked notifications!
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। ছবি : এনটিভি

কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব চত্বরে নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাব সভাপিত রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

পরে প্রেসক্লাবের উন্নয়নে সৈয়দ শামসুল হক হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামে ১৯৬৯ সালে কুড়িগ্রাম প্রেসক্লাব স্থাপিত করা হয়।

জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণকাজ শুরু হয়। ভবনটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪০ লাখ টাকা। এই ভবনে ১০০ আসনের একটি হলরুম, দুটি অফিস রুম, একটি সভাকক্ষ, কিচেনসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।