লটারিতে তিন কোটি টাকা জিতলেন সৌদি প্রবাসী বাংলাদেশি

Looks like you've blocked notifications!
সৌদি আরবে মাহজুজ লটারি বিজয়ী বাংলাদেশি যুবক মোহাম্মদ শাহিন। ছবি : এনটিভি

লটারিতে এক মিলিয়ন দিরহাম বা প্রায় তিন কোটি টাকা জিতেছেন সৌদি আরবে প্রবাসী এক বাংলাদেশি। লটারি বিজয়ী এই বাংলাদেশির নাম মোহাম্মদ শাহিন (৩১)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘মাহজুজ ড্র’তে তিনি এ এক মিলিয়ন দিরহাম পান।

মোহাম্মদ শাহিন সৌদি আরবের দাম্মাম শহরে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন।

গালফ নিউজের খবরে বলা হয়, একা বসে থাকার সময় হঠাৎ করেই লটারি জয়ের ইমেইল পান শাহিন। ইমেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল ড্রয়ের পুরস্কারটি পাচ্ছে তাঁর কাছে থাকা ৩৮২২৫৮১৯ নম্বরের লটারি টিকিটটি। প্রথমে তিনি লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। নিশ্চিত হওয়ার জন্য তিনি তাঁর অ্যাকাউন্টে লগইন করেন। এর পরই নিশ্চিত হন এক মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শাহিন বলেন, ‘আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই প্রথম আমি আমার অ্যাকাউন্টে এত শূন্য দেখলাম। লটারি জয়ের বিষয়টি নিশ্চিত হয়েই তিনি বাংলাদেশে তাঁর পরিবারের সদস্যদের সুসংবাদটি জানান।