রাজধানীতে বাস থেকে পড়ে ঢাবির শিক্ষার্থী আহত

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে ফাহিম আহমেদ খান (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ  দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে তাকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছেন তার সহপাঠী আজিজুল ইসলাম ও মেহরাব হোসেন। শিক্ষার্থীর বন্ধুরা জানান, ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে।

মেহরাব হোসেন আরও বলেন, ‘সে ক্যান্টেনমেন্ট এলাকায় প্রাইভেট পড়াতে যায়। আজ বিকেলে ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসে করে যাওয়ার পথে ক্যান্টেনমেন্ট এলাকায় নির্ঝর বাস স্টপেজে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’ এ দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা জানান, তার বাঁ পা ও কোমরের হাড়সহ কয়েক স্থানে ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।