হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!

হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নিযাতন দমন আদালত-১-এর বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি জাকির হোসেন উপস্থিতি ছিলেন। দণ্ডিত অপর আসামি নূর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেধাবী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন একই গ্রামের জাকির হোসেন। এ নিয়ে নালিশ জানালে ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে কোচিংয়ে যাওয়ার সময় জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির। সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হয় সে। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেরিন।

ওদিন রাতেই থানায় হত্যা মামলা করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী দণ্ডিত দুজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। ২১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণের অপরাধে দুই আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আর হত্যা মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।