শেখ হাসিনার নেতৃত্বে ইউরোপ-আমেরিকার মতো হবে দেশ : পরিবেশমন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : পরিবেশ মন্ত্রণালয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ইউরোপ-আমেরিকার মতো উন্নত হবে বাংলাদেশ। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা‌। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তৃণমুল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।’

‘ভূমিহীন মানুষকে জায়গাসহ বাড়ি করে দেওয়ার বিষয়টিও বিশ্বে বিরল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার মানুষের জীবনমান উন্নয়নে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিশ্বব্যাপী বাড়লেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।’

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ। 

পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার ৬৫ জন দুস্থ ও অসহায় মানুষকে ছয় ফুটের ১২টি করে টিন ও নগদ তিন হাজার টাকা এবং ৫০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।