ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আজ শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের একটি অংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন।

লুৎফর রহমান নয়ন বলেন, ‘২০২০ সালের ১০ ফেব্রুয়ারি নেতৃত্বের সক্ষমতা ও যাচাই-বাছাই না করে কেন্দ্রীয় কমিটি এক বছরের জন্য বর্তমান তিন সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ তিন বছর সাত মাস ১৩ দিন পার হওয়ার পরও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়েছেন।’

অভিযোগ করে লুৎফর রহমান নয়ন আরও বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাক মাদক ব্যাবসা, টেন্ডারবাজি, চাঁদাবজি, থানার দালালি, অটো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নারী কেলেঙ্কারি ও কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তাদের এসব অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে।’

সংবাদ সম্মেলনে অতি দ্রুত বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়ে ব্যবস্থা নিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের দৃষ্টি আকর্ষণ করা হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।