জামালপুরে গৃহবধু হত্যা, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
জামালপুরে গৃহবধু হত্যায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

জামালপুরে গৃহবধূ রিথী আক্তার হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা।

রিথীর বাবা রফিকুল ইসলাম বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে। মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি।’ আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

চার মাস আগে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চর পলিশা গ্রামে বিয়ে হয় রিথীর। রিথী তখন নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত ২০ সেপ্টেম্বর বিকেলে স্বামীর বাড়ি থেকে গৃহবধু রিথীর মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে স্বামী গোলাম রাব্বীসহ তার পরিবারের পাঁচ সদস্যের নামে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন।