নৌকাবাইচে বিজয়ীরা পেলেন গরু পুরস্কার
পাবনার আটঘরিয়ায় উৎসবমুখর পরিবেশে আর হাজারও দর্শকের উপস্থিতিতে শেষ হলো দশদিনব্যাপী গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে গত ১১ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এই প্রতিযোগিতার। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের পুরস্কার হিসেবে গরু তুলে দেওয়া হয়।
আজ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় চারটি দল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আটঘরিয়ার চান্দাই জনতা এক্সপ্রেস। এ ছাড়া ফরিদপুরের নিউ শেরে বাংলা দ্বিতীয়, একই এলাকার হাদল দুরন্ত এক্সপ্রেস তৃতীয় এবং মৌদ স্বাধীন বাংলা চতুর্থ স্থান অধিকার করে। পরে অতিথিরা সব দলের হাতে পুরস্কার তুলে দেন।
চ্যাম্পিয়ন দলকে দেড় লাখ টাকা মূল্যের একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু, তৃতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গরু এবং চতুর্থ স্থান অধিকারী দলকে এক লাখ টাকা মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে এলইডি টিভি দেওয়া হয়।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও রুচির সৌজন্যে প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার দশটি নৌকাবাইচ দল অংশ নেয়। আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভাড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাইদ খান।