মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/25/electrical-shock.jpg)
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো. জিসান (৯) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২)। সম্পর্কে ওই দুজন মামা ও ভাগ্নে।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, আজ সোমবার সকালে মক্তবে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয় ওই দুই শিশু। কিন্তু, তারা মক্তবে না গিয়ে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে ওঠে। ওই সময় মসজিদের পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ওই দুই শিশু গুরুতর আহত হয়।
একপর্যায়ে তারা ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’