করোনায় শনাক্ত আরও ৭

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও সাতজনের। এ সময়ের মধ্যে মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আর নতুন করে সুস্থ হয়েছে ১৭ জন। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৬৪৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য আট শতাংশ। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৬৮৭ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৩০২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।