রাজধানীর ডিপিআরসি হাসপাতাল বন্ধ করে দিল স্বাস্থ্য অধিদপ্তর
অপ্রয়োজনে রোগী ভর্তি ও চিকিৎসক না থাকাসহ নানা অসংগতি থাকায় রাজধানীর শ্যামলীতে ডিপিআরসি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চলমান অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এ অভিযানে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক হাবিবুল আহসান তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম অংশ নেয়। অন্য সদস্যের মধ্যে ছিলেন উপপরিচালক শেখ দাউদ আদনান, সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন, মেডিকেল অফিসার মো. সালেহিসহ আরও তিন অতিরিক্ত পরিচালক।
এ বিষয়ে হাবিবুল আহসান তালুকদার গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া নেই পর্যাপ্ত চিকিৎসক। হাসপাতালের পরিচালক চিকিৎসক না হয়েও ডাক্তার নাম ব্যবহার করছেন। মূলত তিনি একজন ফিজিওথেরাপিস্ট। এ ছাড়া অনেক চিকিৎসকের ভুয়া নাম ব্যবহার করে এ হাসপাতাল পরিচালনা করছেন তিনি। এ ছাড়া হাসপাতালের অনুমোদনে যে চিকিৎসকের নাম ব্যবহার করা হয়েছে তিনি নিজেই জানেন না এ বিষয়ে।
মৌখিকভাবে হাসপাতাল বন্ধ করা হয়েছে। আমরা তাদের কালকে চিঠি দেব। এর পরিপ্রেক্ষিতে তারা এরপর আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে নিতে পারবে।