শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না : জয়নুল আবেদীন ফারুক

Looks like you've blocked notifications!
মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির এক প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ‘ভিসা নীতি মানেন আর না মানেন দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্ব) দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির এক প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ করানো বিএনপির প্রতিটি নেতাকর্মীর ঈমানি দায়িত্ব। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত মৃত্যু হলেও রাজপথ ছাড়ব না।’

জয়নুল আবেদীন ফারুক আরও বলেন, ‘যতই ভিসা নীতি না মানেন, দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। তাই সময় থাকতে অনুরোধ করছি, দ্রুত পদত্যাগ করেন। আর আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। লাঠি দিয়ে আমাদের পেটাতে পুলিশকে বাধ্য করবেন না।’
জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘ডিবির হারুন তো আমার এক পা ভেঙে দিয়েছে আর এক পা এখনও সোজা আছে। এর পরও মরার আগ পর্যন্ত আন্দোলন করে যাব।’
এক দফা আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চকে সামনে রেখে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্ধুদ্ধ করতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপানসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার প্রমুখ।