সুপারশপের কাছে ২৭ টাকা কেজি আলু বিক্রি

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে হিমাগারে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশনায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে বিভিন্ন সুপারশপের কাছে হিমাগার থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৫০ কেজি ওজনের ৬৮০ বস্তা আলু বিক্রি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার মুক্তারপুর এলাকায় দেওয়ান কোল্ড স্টোরেজ ও মুক্তারপুর কোল্ড স্টোরেজে তদারকিতে যায় ভোক্তা অধিকার। এ সময় সুপারশপ আগোরা, স্বপ্ন, মীনা বাজার ও ডেইলি শপিংয়ের মার্কেটিং প্রতিনিধিদের কাছে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৬৮০ বস্তা আলু বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম। তিনি জানান, আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।