অটোভ্যানে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোভ্যানে ওড়না পেঁচিয়ে নিহত কিশোরী মীমের মরদেহ। ছবি : এনটিভি

বাগেরহাটের রামপাল উপজেলায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে মীম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উপজেলার বড়কাটালী থেকে সোনাতুনিয়ায় যাওয়ার পথে দেয়ালডাঙ্গী এলাকায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। 

নিহত কিশোরীর বাবা আবু সাঈদ গাজী জানান, আজ বিকেল সাড়ে ৫টায় তিনি তাঁর স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে রামপালের পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী গ্রামের নিজ বাড়ি থেকে একই উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে পেড়িখালীর দেয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে অটোভ্যানে গলায় ওড়না পেঁচিয়ে যায় তার মেজো সন্তান সুবর্ণা আক্তার মীমের (১৩)। তখন গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহিম হোসেন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত কিশোরী মীম স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় একজন দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে সে ছিল মেজো। 

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ‘পরিবারের ভাষ্যমতে অটোভ্যানে গলার ওড়না পেঁচিয়ে মীমের মৃত্যু হয়েছে। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।