প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবি প্রধান হারুন
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতির পক্ষ থেকে নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ডিএমপি মোহাম্মদ হারুন অর রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন উর রশীদ প্রধান বিচারপতিকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি তরবারি উপহার দেন।
হারুন উর রশীদ তার বক্তব্যে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান। ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বৃহত্তর ময়মনসিংহের সন্তান ওবায়দুল হাসানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাওয়াকে পুরো এলাকাবাসীর গর্ব বলে উল্লেখ করেন তিনি।