যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় বিএনপিবিষয়ক পোস্টারটি এনটিভির না, সতর্ক থাকার পরামর্শ
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে কিছু স্বার্থান্বেষী মহল এনটিভি অনলাইনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুইটি পেজ থেকে বিভ্রান্তি ছড়াতে এমন একটি পোস্টার পোস্ট করা হয়েছে, যেখানে এনটিভি অনলাইনের লোগো ব্যবহারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লোগো ও পতাকা সমৃদ্ধ ছবি ব্যবহার করা হয়েছে। ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখ করে ওই পোস্টারটি পোস্ট করে থাকলেও তারা কোনো প্রতিবেদন লিঙ্ক উল্লেখ করেনি।
এনটিভি অনলাইনের নামে ভুল তথ্য দিয়ে পোস্টার প্রচারকারী এই দুটি পেজ ফেসবুক ভেরিফায়েড না।
এ বিষয়ে এনটিভি অনলাইনের পাঠক ও শুভানুধ্যায়ীদের ভুল তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে। আরও জানানো যাচ্ছে যে, এনটিভির ফেসবুক ভেরিফায়েড পেজ আছে। পেজটির ফলোয়ার বর্তমানে দুই কোটির বেশি। ‘সময়ের সাথে আগামীর পথে’ যেকোনো তথ্য জানতে ও বিভ্রান্তি এড়াতে সেখানেই চোখ রাখুন এবং এনটিভি ও এনটিভি অনলাইনের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন; নিয়মিত পেয়ে যাবেন বস্তুনিষ্ঠ সংবাদ।