মুন্সীগঞ্জে চুরি হওয়া শিশুর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে আজ সোমবার শিশু আযানের মরদেহ উদ্ধারের পর স্বজনদের ভিড়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাশের বাড়ির পেছনে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো. শরীফ মিয়ার ছেলে।

আযানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬টার দিকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তোলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শিশুর মরদেহ হেফাজতে নেয়।

শিশু আযানের মামা ও স্বজনরা অভিযোগ করেন, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকার শঙ্কা রয়েছে। সকাল থেকে ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে বাইরে যায় তার মা শ্রাবণী বেগম। তখন কে বা কারা ঘর থেকে চুরি করে আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।