স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। ছবি : এনটিভি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ সোমবার (২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে বখাটে নাজিম উদ্দীন হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার দেয়। পরে এলাকাবাসী এসে তাঁকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে প্রশাসনকে জানালে ইউএনও ডেজী চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ওই যুবকের বাড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকায়। তার নিজাম উদ্দিন।

এ ব্যাপারে ইউএনও ডেজী চক্রবর্তী বলেন, ইভটিজিংয়ের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।