আমাদের ছোট ভুলের শাস্তি প্রধানমন্ত্রীকে দেবেন না : জুনাইদ আহমেদ পলক

Looks like you've blocked notifications!
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘হয়তো আমার ব্যক্তিগতভাবে ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। স্থানীয় মেম্বার-চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, রাজনৈতিক প্রতিনিধিদের ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের কোনো ছোট ভুলের কারণে আপনারা বড় কোনো শাস্তি জননেত্রী শেখ হাসিনাকে দেবেন না।’

আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে সিংড়ার উপজেলার  কলম উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সবার উদ্দেশে এ আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক। 

পলক বলেন, ‘এমন কোনো ভুল সিদ্ধান্ত নিবেন না যাতে সিংড়াবাসীকে তার কুফল ভোগ করতে হয়।‌ স্থানীয় কোনো নেতাকর্মীর ভুলের কারণে— যদি ভুল সিদ্ধান্ত নেন, যদি নৌকা মার্কায় ভোট না দেন তাহলে সিংড়াবাসীর কী দুরবস্থা হয় তা অতীতে দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।’

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে দেড় বিলিয়ন ডলার রপ্তানি আয় করছি। এখন সিংড়ার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করছে। তাদের পড়াশোনা শেষ করেই এই সিংড়ার মাটিতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করছি। যেখান থেকে আগামী ৫ থেকে ১০ বছরে ২০ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারব।’

এসব উন্নয়ন ও সুশাসনের পক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে সিংড়াকে আরও উন্নত, আধুনিক, মানবিক, স্মার্ট করার সুযোগ করে দেওয়ার জন্য পুনরায় নৌকা মার্কায় ভোট চান পলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক রকি, ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।