নির্বাচনে বাধা এলে দাঁত ভাঙা জবাব : নানক
নেতাকর্মীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে হলেও সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’
আজ মঙ্গলাবর (৩ অক্টোবর) সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নানক এসব কথা বলেন।
নানক বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এর মাধ্যমে বোঝা যায়- বাংলার মানুষ উন্নয়ন ও অগ্রগতি চায়। বাংলার মানুষ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘চোরে না শোনে ধর্মের কাহিনী। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সারা দেশে রক্তপাত ঘটিয়েছে। ওরা ক্ষমতায় থাকাকালীন মায়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। আওয়ামী লীগ নেতাদের হাত-পা কেটে চোখ উপরে ফেলে দিয়েছে। গ্রেনেড হামলা চালিয়ে আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছে। সেই বিএনপি-জামায়াত আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না। দেশের শান্তি সমৃদ্ধিকে মেনে নিতে পারে না।’