বাংলাদেশে বিনিয়োগ করে কেউ কখনও হতাশ হয়নি : বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি দেশে বিনোয়াগ করে কেউ কখনও হতাশ হননি বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশে অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ অনেক প্রকল্প ও মেগাপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিছু বাস্তবায়নাধীন রয়েছে। যার ফলে বাংলাদেশ বিনিয়োগের উত্তম জায়গায় পরিণত হয়েছে।’
ইউরোপ ও বাংলাদেশ উভয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনাকে একত্রে উন্মোচন করতে সংশ্লিষ্টদের কাজ করতে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নতুন মাত্রা পাবে।’
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ দেখে বিনিয়োগের আহ্বান জানিয়ে টিপু মুনশি আরও বলেন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।