গাজীপুরে বাসচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

Looks like you've blocked notifications!
গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : এনটিভি

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় মোটরসাইকেলচালক এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার (৪ অক্টোবর) উপজেলার টোক-কাপাসিয়া সড়কের লোহাদী নামাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাশিক্ষকের নাম নুরুল আমিন (৩৫)। তিনি কাপাসিয়ার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং নরসিংদী জেলার মনোহরদী থানার কোচের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, আজ সকাল ৯টার দিকে জলসিঁড়ি পরিবহণের একটি বাস টোক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে লোহাদী নামাবাজার এলাকায় পৌঁছালে ওই বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক মাদ্রাসাশিক্ষক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার এক বাসটিকে আটক করে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।