ময়মনসিংহে আইনজীবী সমাবেশে হামলা-পাল্টা হামলা
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবী সমাবেশে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে হামলা-পাল্টা হামলা।
তবে এই হামলা-পাল্টা হামলায় কোনো আইনজীবী হতাহত হননি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, লুণ্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল এই হামলার জন্য ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলকে দায়ী করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ সরকারের আমলে রাজনৈতিক দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আইনজীবী কেউ রেহাই পাচ্ছে না। আজ আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে। এ সরকার পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে মসনদ থেকে নামিয়েই আইনজীবীরা ঘরে ফিরবেন।
সংগঠনটির আহ্বায়ক জয়নুল আবদীন বলেন, দেশে মানবাধিকার নেই, কারও নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষ অতিষ্ঠ। তাই এ সরকারকে বিদায় করে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ বার ইউনিট আইনজীবীদের এই পদযাত্রা ও সমাবেশ আয়োজন করে। হামলার পর বৃষ্টিতে ভিজে পদযাত্রা করেন আইনজীবীরা। পরে নতুন বাজার এলাকায় জেলা বিএনপি দক্ষিণের অফিসের অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে ঢাকা থেকে আগত বার কাউন্সিল সদস্যসহ স্থানীয় আইনজীবী নেতারা বক্তব্য দেন।