কোটালীপাড়ায় বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলেসহ গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
কোটালীপাড়ায় বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জ্বল দাসসহ চারজনকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবাকে হত্যা চেষ্টা মামলায় ছেলেসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ পৌর মার্কেট এলাকা থেকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী ছেলে উজ্জ্বল দাসসহ (৩২) চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল দাস পৌরসভার ডহরপাড়া গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী বিমল দাস (৬০) এর একমাত্র ছেলে। গ্রেপ্তার অন্যান্যরা হলো উপজেলার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উজ্জ্বল দাস নিজ বসতঘরের জানালা খুলে দিলে ভাড়াটে সন্ত্রাসীরা জানালা দিয়ে ফুলকুচি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসায়ী বিমল দাসকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় বিমল দাস গুরুতর আহত হন। এরপর বিমল দাসের ভাই কালাচাঁদ দাসের অভিযোগে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে বিমল দাসকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে উজ্জ্বল দাসের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ উজ্জ্বল দাস ও তার সহযোগিদের গ্রেপ্তারে মাঠে নামে।

বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনা করার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জ্বল দাসসহ চারজনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

মামলার বাদী কালাচাঁদ দাস বলেন, আমার ভাই বিমল দাস তার ব্যবসায়িক প্রয়োজনে কিছু জমি বিক্রির উদ্যোগ নেন। এই জমি বিক্রির কথা শুনে উজ্জ্বল দাস তার বাবা বিমল দাসের ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছি। পুলিশ ইতোমধ্যে উজ্জ্বল দাসসহ চার জনকে গ্রেপ্তার করেছে।

ব্যবসায়ী বিমল দাস বলেন, গত মাসের ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি তিন দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালাচাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান (ওসি) বলেন, ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তার ভাই কালাচাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে এই মামলার প্রধান আসামি উজ্জ্বল দাসসহ চার জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার উজ্জ্বল দাসসহ চারজনকে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।