চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

Looks like you've blocked notifications!
চাঁদপুরে আজ শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা কারেন্ট জাল। ছবি : এনটিভি

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মুল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। 

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) ঢাকা জোনের অধীনস্থ চাঁদপুর স্টেশন লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে হাইমচরের চরভৈরবী বাজারে দুটি কারেন্ট জালের গুদাম থেকে আনুমানিক ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে।

অভিযানে উপিস্থিত ছিলেন চাঁদপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।