যানজটে নাকাল রাজধানীবাসী

Looks like you've blocked notifications!
রাজধানীতে যানজট। ছবি : ফোকাস বাংলা

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। রাজধানীর কর্মজীবীরা ভয়াবহ যানজটের কবলে পড়েছেন। অনেক এলাকায় যানজটের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, পাঁচ মিনিটের রাস্তা পথ পার হতে সময় লেগে যায় এক ঘণ্টারও বেশি।

আজ রোববার (৮ অক্টোবর) বেলা দেড়টা থেকে রাজধানীর কলাবাগান, আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর ও রমনা এলাকায় যানজটের ভোগান্তিতে পড়ন নগরবাসী। 

তেজগাঁও অঞ্চলের যানজটে অপেক্ষমান চাকুরিজীবী শফিক আহমেদ জানান, সেখানের প্রতিটি রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ব্যক্তিগত গাড়ি ও পরিবহণ দাঁড়িয়ে থাকছে। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন।

গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার দৃশ্য প্রগতী স্বরণীতেও দেখা গেছে। পায়ে হেঁটে নতুন বাজারের অফিসের উদ্দেশে রওনা হওয়া হৃদয় হাসান নামের একজন আফতাব নগর গেটের সামনে থেকে বলেন, ‘অফিসে মিটিং আছে ১১টায়। যাত্রাবাড়ির বাসা থেকে ৯টায় রওনা দিয়েছি। মালিবাগ রেলগেট পর্যন্ত ভালোভাবেই আসতে পেরেছি। কিন্তু এরপরেই যানজটে পড়তে হয়েছে। মালিবাগ থেকে রামপুরা আসতেই এক ঘণ্টার ওপরে লেগেছে।’

আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী দুপুরে মোটরসাইকেলে করে রাজধানীর মিন্টো রোড থেকে পুরান ঢাকার দিকে দিকে যাচ্ছিলেন। যানজটের কারণে অনেককে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত এক জায়গায় বসে থাকতে হচ্ছে।

যানজটের তীব্রতা বিকেলেও দেখা গেছে। বিকেল পৌনে ৪টার দিকে বিজয় সরণি মোড়ে ব্যাপক যানজট ছিল বলে জানান আল-আমিন সজীব নামের একজন। তিনি বলেন, ‘বাসে ২০ মিনিটের মতো বসে থেকে বিরক্ত হয়ে নেমে কারওয়ানবাজারের দিকে হাঁটা শুরু করেন।’

যানজটের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার স্নেহাশীষ গণমাধ্যমকে জানান, গত দুই দিন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এতে ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ভাঙা থাকায় যানজট হচ্ছে। এ ছাড়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিভিআইপি) চলাচলের কারণে বেশ কিছু সময় এক পাশের রাস্তা বন্ধ থাকায় যানজট বেড়েছে।