অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন চায় জাকের পার্টি

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ সদর উপজেলায় নির্বাচনি কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। ছবি : এনটিভি

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, সর্বাধিক গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন চায়। আজ রোববার (৮ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

জাকের পার্টির মহাসচিব বলেন, বিরাজমান সার্বিক আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকের পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।

মানিকগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি দ্বীন মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন পার্টির স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফি, মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো, দেলোয়ার হোসেন, যুব হিন্দুভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ হাওলাদার, তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ।

পরে কাউন্সিলের মাধ্যমে মানিকগঞ্জ-৩ আসনের জন্য জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতোয়ার হোসেনকে জাকের পার্টির প্রার্থী নির্বাচন করা হয়।