মাদক ব্যবসায়ীকে হত্যা অভিযোগে একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে আলম শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাইফুল ইসলাম মণ্ডল নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর মধ্যে তর্কবিতর্কের জেরে আলম শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম মণ্ডল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আলম শেখের বাড়ি দক্ষিণ কান্দাপাড়ায় এবং গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম মণ্ডলের বাড়িও একই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কান্দাপাড়া গ্রামে দুই মাদক সেবনকারী এবং ব্যবসায়ী আলম শেখ ও সাইফুল ইসলাম মণ্ডলের মধ্যে আজ দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম মণ্ডল ধারালো ছুরি দিয়ে আলম শেখকে আঘাত করেন। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করেন সাইফুল ইসলাম। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর জানান, আলম শেখ ও সাইফুল ইসলাম মণ্ডল উভয়েই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করেন। মাদক নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আলম শেখকে গলাকেটে হত্যা করেন সাইফুল ইসলাম মণ্ডল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ তাঁরা উভয়ে গাঁজা বিক্রি ও সেবন করেন। আজ তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম মণ্ডল ধারালো ছুরি দিয়ে আলম শেখের গলা কেটে হত্যা করেন। সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’