৬৮ স্বর্ণের বারসহ মরদেহ উদ্ধার বিজিবির

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নিহত মিরাজ হোসেনর মরদেহ থেকে উদ্ধার হওয়া ৬৮ স্বর্ণের বার। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৬৮টি স্বর্ণের বারসহ মিরাজ হোসেন (২২) নামে এক স্বর্ণপাচারকারীর মরদেহ উদ্ধার করেছে ৬ বিজিবি। বারগুলোর ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম। আজ রোববার (৮ অক্টোবর) বিকেলে সীমান্তের নাস্তিপুর গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে স্বর্ণের বারসহ মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মিরাজ হোসেন নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৪টার দিকে বিজিবি খবর পায় যে দুজন স্বর্ণ চোরাকারবারি স্বর্ণসহ সীমান্ত খুঁটি ৮০/১ আর কাছ দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে একজন চোরাকারকারী ডুবে যায় এবং অপরজন নদী থেকে উঠে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক নির্দেশনায় বারাদী সীমান্ত চৌকির কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন টহলদল নিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাথাভাঙ্গা নদী থেকে চোরাকারবারী মিরাজ হোসেনের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারকালে তাঁর শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম।