হাসপাতালে চুরি ছিল তার ‘শখ’

Looks like you've blocked notifications!
হাসপাতালে চুরি করতে যেয়ে গ্রেপ্তার জাহিদুল। ছবি : এনটিভি

৩১ বছর বয়সী জাহিদুল ইসলাম। দেশের বিভিন্ন হাসপাতালে যান। রোগীর স্বজন পরিচয় দেন। অন্য রোগীর স্বজনদের সঙ্গে সখ্য গড়েন। এক পর্যায়ে মুঠোফোন, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য মামলামাল চুরি করে সটকে পড়েন। তিনি গত সাত বছর ধরে এ কাজ করে আসছেন।

সবশেষ গতকাল শনিবার (৭ অক্টোবর) রাতে জাহিদুল ইসলাম মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান। সেখানে গিয়ে রোগীর স্বজন হিসেবে পরিচয় দেন। আজ রোববার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে তখন তিনি হাসপাতালের পঞ্চম তলার ৫০৭ নম্বর ক্যাবিনে প্রবেশ করেন।

সেখানে ঢুকে মুঠোফোন চুরির চেষ্টা করেন। কিন্তু, সে সময় এক রোগীর ঘুম ভেঙে যায় এবং তিনি হাতে নাতে ধরে ফেলেন জাহিদুলকে। পরে, খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে জ্ঞিাসাবাদ করে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

মোহাম্মদ মহসীন এনটিভি অনলাইনকে বলেন, ‘জাহিদ একজন ছিঁচকে চোর। সবাই সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোনো স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু, জাহিদ হাসপাতালে যান চুরি করতে। তিনি দেশের বিভিন্ন জেলার হাসপাতালে হাসপাতালে ঘুরেন। সেখানে তিনি যেকোনো একজন রোগীর স্বজন বলে পরিচয় দেন। এরপর রাতে সেখানেই অবস্থান করেন। সবাই যখন ঘুমিয়ে পরে তখনই জাহিদ রোগী এবং রোগীদের স্বজনদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যান।

মোহাম্মদ মহসীন বলেন, ‘সাত বছর ধরে জাহিদুল এভাবেই সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন।’