মুন্সীগঞ্জে পৃথক ঘটনায় স্বামীর হাতে দুই নারী খুন  

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে স্বামীর ধারালো ছুরিকাঘাতে হত্যার শিকার রোমানা আক্তারের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাতে এবং অপর ঘটনায় সিরাজদীখানে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার (৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় স্ত্রীকে ধারালো ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম রোমানা আক্তার। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী। 

নিহত রোমানা আক্তারের মা রানী বেগম অভিযোগ করে বলেন, গতকাল রোমানার দুই বছরের ছেলে রাফসানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তাঁদের বাড়িতে (নানার বাড়ি) ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রোমানার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত না দেওয়ায় তাঁর স্বামী নাদিম হোসেন ক্ষিপ্ত হয়ে শিশু রাফসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে রোমানা সেই ঘর থেকে রাফসানকে বের করে আনতে গেলে নাদিম তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করেন। এ সময় রোমানা মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর গলায় কয়েকটি ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থাণ্ডার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তাঁর স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মা-আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে জেলার সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামে গতকাল দিনগত রাত ১১টার দিকে স্বামী মিজানুর রহমান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সাদিয়া আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় স্বামী মিজানকে আটক করেছে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।