গোপালগঞ্জে বৈধ অস্ত্রসহ বহনে ছয় দিনের নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জে বেসরকারি অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনে ছয় দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১০ অক্টোবর (মঙ্গলবার) ও আগামীকাল ১১ অক্টোবর (বুধবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর করবেন। তাঁর সফরের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে অস্ত্র আইনের প্রদত্ত ক্ষমতাবলে জেলা ম্যাজিস্ট্রেট সদর, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ছয় দিন লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করায় নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, পুলিশ সুপারের কার্যালয়ে থেকে গতকাল সোমবার বৈধ অস্ত্রধারীদের আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশনা পেয়ে জরুরি ভিত্তিতে তা জানানোর পর সদর থানার ১৮১টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বেশিরভাগই জমা দিয়েছে। বাকি বৈধ অস্ত্রধারীরা ঢাকাসহ অন্যান্য স্থানে অবস্থান করায় তাদের অস্ত্র জমা দিতে পারেননি।
জেলার কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম জানান, তাঁর থানার ১২০টি বৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে বেশিরভাগই থানায় জমা পড়েছে।
মুকসসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, তাঁর থানার ৭৭টি বৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে ইতিমধ্যে বেশিরভাগই থানায় জমা দিয়েছেন। বাকিরা ঢাকাসহ অন্যান্য স্থানে অবস্থান করায় জমা দিতে পারেননি।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, তাঁর থানার ৩৬টি বৈধ অস্ত্রের মধ্যে বেশিরভাগিই ইতোমধ্যে জমা হয়েছে। দু-একজন অন্যত্র থাকায় তারা জমা দিতে পারেননি।
টুঙ্গিপাড়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, তাঁর থানার ২৮টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তার মধ্যে ১৩টি জমা দিয়েছে। বাকি ১৫টির মধ্যে আটটি ব্যাংকের ডিউটি করার জন্য রয়েছে। বাকি সাতটি অস্ত্রের মালিক ঢাকাসহ অনান্য স্থানে থাকায় জমা পড়েনি।