প্রধানমন্ত্রীকে নিয়ে মাদারীপুরে বর্ণিল ট্রেন, স্বাগত জানাল এলাকাবাসী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানাচ্ছে মাদারীপুরবাসী। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনটি বর্ণিল সাজে সজ্জিত হয়ে আসে মাদারীপুরে। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানায় হাজার হাজার মাদারীপুরবাসী। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২৪ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মাওয়া স্টেশন থেকে প্রধানমন্ত্রী ট্রেনের টিকিট কাটেন। এ সময় তাঁর ছোটবোন শেখ রেহানা ও তাঁদের পরিবারের তিন শিশু সদস্য সেখানে উপস্থিত ছিল। সেই ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে পদ্মা ও শিবচর স্টেশন হয়ে ভাঙ্গা রেলওয়ে জংশনে যান তাঁরা।

যখন ট্রেনটি পদ্মা ও শিবচর স্টেশন অতিক্রম করছিল তখন হাজার হাজার মানুষ স্টেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে গোটা এলাকা।

আজ সকাল থেকেই চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলে দলে মিছিল সহকারে আসতে শুরু করে স্টেশনগুলোতে। প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি পদ্মা ও শিবচর স্টেশন অতিক্রমকালে সর্বত্র ছিল লোকে লোকারণ্য। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিবচরেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আওয়ামী লীগ। শিবচরের দুটি রেল স্টেশন, আড়িয়াল খাঁ সেতু,পাচ্চরসহ পুরো এলাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, পোস্টারে সাজানো হয়। বিভিন্ন স্থানে রং-বেরঙের বিশালাকার  নৌকা প্রতীকও আলাদাভাবে শোভাবর্ধন করে।

পদ্মা সেতু হয়ে প্রধানমন্ত্রীর ট্রেন চলাচল উদ্বোধন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।