সিএনজি স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

Looks like you've blocked notifications!
কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সিএনজি স্টেশন। ছবি : এনটিভি

কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাদ বাদামগাছতলা এলাকায় একটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের সময় মেশিন বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এই মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ এই মেশিন বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের সময় মেশিন বিস্ফোরণে প্রতিষ্ঠানটির তিন কর্মচারী গুরুতর আহত হন। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রনি নামে একজন মারা যান। গুরুতর আহত আসিফ ও অজ্ঞাতপরিচয় একজন সেখানে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, আজ সন্ধ্যায় কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের জিনজিরা ইউনিয়নের বাদামগাছতলা এলাকায় সিএনজি স্টেশনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহের সময় বিকট শব্দে সিএনজি স্টেশনের মেশিন ও সিলিন্ডার ফেটে যায়। এ সময় গ্যাস সরবরাহকারী রনিসহ তিনজন কর্মচারী গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত দগ্ধ আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

বিস্ফোরণের খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল  পরিদর্শন করেছেন।