ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লরি উল্টে হেলপার নিহত

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া লরির নিচ থেকে হেলপারকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে হেলপার মোহাম্মদ মানিক (২৭) নিহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে মানিককে উদ্ধার করে। পরে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করা হয়। এ সময় লরির নিচে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার পরিদর্শক এ এস এম রাশেদ জানান, দুর্ঘটনার পর একমুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিপরীত দিকের যান চলাচল বন্ধ রয়েছে। এই বড় লরি রেকার দিয়ে সরানো সম্ভব না। বড় ক্রেন আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে লরিটি সরানো হবে। এ ঘটনায় লরির হেলপারের মৃত্যু হয়। চালক পলাতক রয়েছেন।