ভোট কারচুপির মনোবৃত্তি আমাদের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভোট কারচুপি করার মনোবৃত্তি আমাদের নেই। তাছাড়া ভোট কারচুপি করে কেউ পার পাবে না।’

বাংলাদেশ সফররত মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল।

বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যবেক্ষক দল আমাদের নির্বাচন প্রক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকার বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের (পর্যবেক্ষক দল) জানিয়েছি, আমাদের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। গণমাধ্যমে যে কোনো সংবাদ স্বাধীনভাবেই প্রকাশিত হচ্ছে। এতে কেউ বাধা দিচ্ছে না। আমাদের দেশে কেউ দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে পার পাবে না।

নির্বাচন কমিশনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে আইনের শাসন রয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে।