বিচার ব্যবস্থা নিয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মামলা নিষ্পত্তির পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশ সফররত এ দলটি আজ বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করে এসব বিষয়ে জানতে চেয়েছে। একই সঙ্গে তারা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মধ্যকার পার্থক্য নিয়েও আইনমন্ত্রীকে প্রশ্ন করেছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করতে মার্কিন প্রাক- নির্বাচন পর্যবেক্ষক দল বর্তমানে ঢাকা সফর করছে। এ দলটি ইতোমধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
আইনমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের আনিসুল হক আরও জানান, মার্কিন প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল অনেকের সঙ্গেই বৈঠক করেছেন। আজকে আমাদের মন্ত্রণালয়ে তাঁরা এসেছিলেন। আমাদের সঙ্গে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছেন তাঁরা। তাদের প্রথম প্রশ্ন ছিলে আমাদের বিচার বিভাগ ও মামলার নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে। আমি তাদের পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ প্রভাবমুক্ত থেকেই মামলা নিষ্পত্তি করছে। এরপর তারা জানতে চেয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? আমি আইন দুটির পার্থক্য ও আমাদের সমাজে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কোনো কিছু জানতে চেয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মার্কিন প্রাক-পর্যবেক্ষক দল নির্বাচন বিষয়ে আমার কাছে কিছুই জানতে চায়নি। তবে কথা প্রসঙ্গে আমি তাদের জানিয়েছি, আমাদের সরকার চায়, দেশের সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইন করে দিয়েছি। নির্বাচনের সময় নির্বাচন কমিশনই সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে আমাদের সরকার অঙ্গীকারাবদ্ধ।