ফরিদপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
নিহত কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর। ছবি : এনটিভি

ফরিদপুরের অম্বিকাপুরে কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ অক্টোবর) রাতে গোবিন্দপুর এলাকার জামাল মোল্যা নামের এক ব্যক্তির মেহগনি বাগানের পশ্চিম পাশ থেকে তুরাগের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুরাগ শহরের মধ্যআলীপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বাঁ হাতের কনুইয়ের ওপর অংশ শরীর থেকে বিছিন্ন করে কেটে ফেলা হয়েছে। ডান হাতে ও দুই হাঁটুতে কোপের আঘাত রয়েছে। ঘটনাস্থলে ফরিদপুরের পুলিশ সুপার, সিআইডির ক্রাইমসিন ও পিবিআই পুলিশের একটি টিম পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’