দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার ৫৫৯ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় প্রতিমা তৈরীতে ব্যস্ত কারিগররা। ছবি : এনটিভি

আজ শুভ মহালয়া। আর মাত্র ছয়দিন পর শুরু হবে দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী পূজা। ২৪ অক্টোবর সমাপ্ত হবে বিসর্জনের মধ্যে দিয়ে। দুর্গতিনাশিনী দেবীকে বরণ করতে সারা দেশের মতো নেত্রকোনাবাসীও উৎসব আনন্দে মেতে উঠেছে। এখন চলছে প্রতিমায় রং আর তুলির কাজ। এ বছর নেত্রকোনায় বেড়েছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা। স্থায়ী ও অস্থায়ীভাবে ৫৫৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রতিমা তৈরিতে দিন রাত ব্যস্ত কারিগররা। নিপুন হাতে কাঠ, বাশঁ, বন ও মাটির পরশে তৈরী করছেন দেবীর প্রতিমা। পঞ্জিকা মতে এ বছর দেবীর আগমন ও গমন দুটোই হবে ঘোড়ায় চড়ে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার জানান, প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় সুষ্ঠু ও আনন্দঘণ পরিবেশে পূজা উদযাপন হবে।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। জেলাবাসীকে সুন্দর একটি উৎসব উপহার দিতে পূজার শেষদিন প্রতিমা বিসর্জন পর্যন্ত নজরদারির ব্যবস্থা জোরদার থাকবে।