ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন

Looks like you've blocked notifications!
ফার্মগেট ফুটওভারব্রিজ উদ্বোধনের আজ রোববার দুপুরে মোনাজাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অতিথিরা। ছবি : এনটিভি

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা ফার্মগেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ব্রিজ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, রাজধানীর এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। যে কারণে রাস্তা পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি পোহাতে হচ্ছিল। প্রায় তিন মাস আগে ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। তবে বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ও ডিএমপি মিলে ফার্মগেট ফুটওভারব্রিজ হকারমুক্ত দেখতে চাই। কারণ ফার্মগেট ফুটওভারব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে মানুষজন চলতে কষ্ট পাবেন। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে, এ জন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদের বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না। ফুটওভার ব্রিজের উপর কোনো কাউন্সিলর দোকান বরাদ্দ দিতে পারবে না।