কক্সবাজারের নতুন রেললাইন পরিদর্শন করলেন রেলমন্ত্রী

Looks like you've blocked notifications!
নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন পরিদর্শন করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের মোটর ট্রলিতে করে তিনি রেললাইনটি পরিদর্শন করেন।

রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন রেলপথের উদ্বোধন করবেন। এ উপলক্ষে চলমান কাজ এগিয়ে নিয়ে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে রেলমন্ত্রীর এই পরিদর্শন।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন শতভাগ সম্পন্ন হয়েছে। এই লাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। তবে, চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেললাইন এখনও সংস্কার ও স্থাপন সম্পন্ন হয়নি। আর এজন্যই ট্রেন চলাচল শুরু হওয়ার দিন তারিখ এখনও ঠিক হয়নি।