সরকারের পতন না হওয়া পর্যন্ত আত্মতুষ্টির কারণ নেই : গয়েশ্বর

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ফাইল ছবি

সরকারের পতন না হওয়া পর্যন্ত নিজেদের আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর বলেন, ‘আগামীতে সরকার মরণ কামড় দেবে। কামড় দেওয়া সেই দাঁত ভেঙে দেয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। বিনা কারণে যারা হয়রানি করে তাদের ছাড় দেওয়া যাবে না। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। মরতে হয় রাস্তায় মরব, দাবি আদায় করেই ঘরে ফিরব।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের নেত্রীর (খালেদা জিয়া) মৃত্যুর সংবাদ শেনার জন্য একজন গণভবনে বসে আছেন। আমাদের নেত্রীকে হারানের আগে তার পতন নিশ্চিত করব। সেদিনই বলব, আমরা পেরেছি, আমরা পারব।’

বিএনপির এই নেতা আক্ষেপ করে বলেন, ‘পূজায় প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হবে। আমার পূজা শেষ। মন্দিরে না গেলে দেবি হয়তো মাফ করবেন, কিন্তু আদালত রেহাই দেবে না।’

থানায় থানায় নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে ৭০ জন করে পুলিশ পাহারায় রাখার নির্দেশ দিয়ে ইসি। এতো পুলিশ তো নেই। আসলে আওয়ামী লীগের কর্মীদের পুলিশের পোষাক পড়িয়ে ভোট চুরি নিশ্চিত করতে প্রস্তুত রাখা হবে।’