অবশেষে উদ্ধার হলো সেই কুমির

Looks like you've blocked notifications!
ফরিদপুর সদরের গজারিয়া এলাকার ভুবনেশ্বর নদের সেতুর নিচ থেকে উদ্ধার করা কুমির। ছবি : সংগৃহীত

ফরিদপুরে জনবসিতপূর্ণ এলাকায় ভুবনেশ্বর নদে কুমিরের দেখা পাওয়ার পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে সেটি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) আজ বিকেলে এটি উদ্ধার করা হয়। ফরিদপুর সামাজিক বন বিভাগ ও খুলনা বনবিভাগের কর্মীরা ফরিদপুর-চরভদ্রাসন সড়কের গজারিয়া এলাকার ভুবনেশ্বর নদের সেতুর নিচ থেকে কুমিরটি উদ্ধার করেন।

ফরিদপুর সামাজিক বনবিভাগের কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়া জানান, পাঁচ দিন আগে ভুবনেশ্বর নদে একটি কুমির দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা আমাদের জানালে ফরিদপুর ও খুলনা বনবিভাগের কর্মীরা কুমির উদ্ধারের চেষ্টা চালাতে থাকেন। চার দিনের চেষ্টায় আজ বিকেলে গজারিয়া এলাকার ভুবনেশ্বর নদ থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ গোলাম কুদ্দুস আরও বলেন, কুমিরটি উদ্ধারের পর খুলনা বনবিভাগের লোকজন কুমিরটি নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়ে গেছেন।

গত বুধবার চরভদ্রাসন উপজেলার ব্যাপারী ডাঙ্গী গ্রামে লোকমান মাতুব্বরের বাড়ির কাছের ভুবনেশ্বর নদে একটি কুমির দেখতে পায় এলাকাবাসী। এর পরই এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয় মসজিদে। পরে ওই কুমিরটি এক কিলোমিটার দূরে সদর উপজেলার তেলিডাঙ্গি এলাকায় নদে দেখতে পায় স্থানীয়রা। নদ থেকে কুমির উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করতে গত রোববার ঘটনাস্থলে যায় খুলনা বনবিভাগের একটি দল। গত কয়েক দিনের চেষ্টায় অবশেষে সেটি আজ বিকেলে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।