মদপানে দুই বান্ধবীর মৃত্যু : মা, মামাসহ কারাগারে ৩

Looks like you've blocked notifications!
পারুল আক্তার ও সাগরিকা। ছবি : এনটিভি

মাদারীপুরে অতিরিক্ত মদপানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় সাগরিকার স্বামীসহ মা ও মামাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আদালতে তোলা হলে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও এই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার রাতে অতিরিক্ত মদপানে দুই বন্ধবীর মৃত্যুর ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেন পারুল আক্তারের বাবা আব্বাস ব্যাপারী। মৃত অপর বান্ধবীর নাম সাগরিকা।

গত শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার চারতলায় মদপান করে অসুস্থ হয়ে ওই দুই বান্ধবীর মৃত্যু হয়। পরে এ ঘটনায় মৃত সাগরিকার মা সাবিনা ইয়াসমিন পান্না, মামা তোফাজ্জেল হোসেন বাবু, সাগরিকার স্বামী মজিবুর বয়াতী, ডালিয়া বেগম ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ওই পাঁচজনকে গতকাল সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাগরিকার স্বামী মজিবুর বয়াতী ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন মঞ্জুর করা হয়। তবে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর থেকে পৌর শহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চারতলা ভাড়া নেন সাগরিকা নামের ওই নারী। সাগরিকার সঙ্গে তাঁর মা সাবিনা ইয়াসমিন পান্না ও মামা তোফাজ্জেল হোসেন বাবু থাকতেন। গত শনিবার রাতে সাগরিকা তাঁর বান্ধবী পারুল ও ডালিয়াসহ কয়েকজন মদের আসর বসান। এ সময় সবাই মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে রুমের ভেতরেই মারা যান সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হন আরও তিনজন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।