উপজেলা আ.লীগের পরিচিতি সভায় হাতাহাতি

Looks like you've blocked notifications!
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভায় হাতাহাতি। ছবি : এনটিভি

দফায় দফায় উত্তেজনা, মারধর, হাতাহাতি মধ্য দিয়ে শেষ হলো নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে শুরু হয় সভা। এ সময় তিনি বক্তব্য দেওয়া শুরু করলে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের হস্তক্ষেপে তখন পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হয়। তবে কিছুক্ষণ পর আবারও উত্তেজনা ও দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারধর শুরু হয়। এ অবস্থায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এভাবেই ৭১ সদস্যবিশিষ্ট বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা শেষ হয়।

জেলা অওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, কমিটির পদ নিয়ে বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে উত্তেজনা দেখা দেয়। পরে তা সমাধান করা হয়েছে।