ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন
স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন, হত্যা ও ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) শহরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসা ও রেফাকুল মাদারিসিল কওমিয়ার আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশ প্রধান বক্তার বক্তব্য দেন গওহরডাঙ্গা কওমি শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হক।
এ সময় আরও বক্তব্য দেন গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল হক, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন গওহরডাঙ্গা মাদ্রসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক ও মোল্লাহাট ফেরিঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাশেম।
বক্তারা অনিতি বিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
সকাল থেকেই যানবাহনে করে বিভিন্ন বয়সের হাজার হাজার শান্তিকামী মুসলিম জনতা সমাবেশস্থলে আসতে থাকেন। সকাল সাড়ে ৯টার মধ্যে সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে যায়। এরপর তারা প্রেসক্লাবের সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন রচনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।
এ সময় টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা বোর্ডের আওতাধীন বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।