মাঠ দখল করে প্লট বানানো যাবে না: মেয়র আতিক

Looks like you've blocked notifications!
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ফাইল ছবি

হাউজিং প্রকল্পের মাঠ দখল করে প্লট বানানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিংয়ে বিশিষ্ট নাগরিকজনদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো তাদের প্রকল্পে মাঠ দেখায়। পার্ক দেখায়। রাস্তা-ঘাট, ড্রেন ও বিনোদনের জায়গা দেখায়। এসব দেখিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নিয়ে আসে। সুযোগ সুবিধা দেখে মানুষ যখন কিনতে শুরু করে তখনি তারা মাঠটাকে প্লট করে ফেলে বিক্রি করে দেয়। কোনো অবস্থাতেই কোনো হাউজিং মাঠ দখল করে প্লট বানাতে পারবে না।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘খেলার মাঠগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে। রাজউককে এ ক্ষেত্রে আরও বেশি তৎপর হতে হবে। তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করব।’

সাধারণ মানুষ সরকারকে দোষারোপ করছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘কোম্পানিগুলোর ব্যবসার জন্য সাধারণ মানুষ কষ্ট করছে।’ ডিএনসিসি মেয়র বলেন, ‘রূপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশেপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না।’  

এ সময় তিনি অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘উচ্ছেদ কর্মসূচির চলার আগেই রাস্তা ও খালের আশেপাশের জায়গা খালি করে চলে যান। নাহলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না।’