উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চার আগ্নেয়াস্ত্রসহ নারী আটক

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উখিয়া থানা। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর দেশীয় তৈরি চারটি বন্দুক ও পাঁচটি গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে অস্ত্র ও গুলিসহ ওই নারীকে আটক করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, আজ বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ  অভিযান চালানো হয়।

আটক নারী ইয়াছমিন আরা (২৭) উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনসার উল্লাহর স্ত্রী।

মোহাম্মদ ইকবাল আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের জনৈক ব্যক্তির বসতঘরে অস্ত্র মজুদ ও কতিপয় দুর্বৃত্ত  অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা পাশের একটি পাহাড়ের উপরে অবস্থান নিয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে। 

এডিআইজি আরও বলেন, গোলাগুলি থেমে যাওয়ার পর সন্দেহজনক বসতঘরটিতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি চারটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় ঘরটিতে অবস্থানকারী রোহিঙ্গা নারীকে আটক করা হয়। 

আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।