শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
নোয়াখালী বেগমগঞ্জ থানা। ফাইল ছবি

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।  

দণ্ডাদেশপ্রাপ্ত আবুল বাশারের (৫৫) বাড়ি সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াডন লিডার মো. গোলাম মোর্শেদ। র‍্যাব-১১-এর একটি আভিযানিকদল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার জনসাধারণকে কথার মায়াজালে ফাঁসিয়ে দীর্ঘদিন ধরে শেয়ালের মাংসকে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলেন। গতকাল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ১১-এর আভিযানিকদল জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।